ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ উদ্ধারকৃত বিদেশি পিস্তল

ঢাকা: রাজধানীর গুলশান থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তার সেন্টু  মিয়ার (৪৮) কাছ থেকে এ সময় একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

রোববার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) গুলশান-১ এর ২৩ নং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় যে, গুলশান-১ এর ২৩ নং রোড এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী সেন্টু হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্টু মিয়ার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।