ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় আ.লীগ নেতাদের দখলে জলা, ডুবে গেছে ৫০০ একর কৃষি জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
সিংড়ায় আ.লীগ নেতাদের দখলে জলা, ডুবে গেছে ৫০০ একর কৃষি জমি জলাবদ্ধতার শিকার ৫০০ একর কৃষি জমি

নাটোর: নাটোরের সিংড়ায় ইটভাটায় চলাচলের রাস্তা করতে গিয়ে সড়ক ও জনপথের জায়গা এবং খাল বা জলা দখল করায় জলাবদ্ধতার শিকার স্থানীয় শেরকোল ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ৫০০ একর কৃষি জমি।  

ফলে ওই এলাকার কয়েকশ' কৃষক কাঙ্ক্ষিত ফসলের চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে একদিকে খেসারত দিচ্ছেন শত শত কৃষক। অন্যদিকে কৃষি জমির পাশে এসব ইটভাটা গড়ে তোলায় কৃষি জমিও পড়েছে হুমকির মুখে।

কৃষকদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মেয়রসহ কয়েকজন নেতা ক্ষমতার অপব্যবহার করে ইটভাটার রাস্তা করতে খাল বা জলা দখল করেছেন। ফলে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আগপাড়া, পাঁচবাড়িয়া, মাঝপাড়া, মাদারীগ্রাম, খাগোরবাড়িয়া, নিওগির গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন না হলে কষ্টের সীমা থাকবে না কৃষকদের পরিবারের।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ এলাকায় সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন আলীর এসব ইটভাটা রয়েছে। ইটভাটার কারণে জলা বা খাল বন্ধ হয়ে পড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এজন্য অপরিকল্পিতভাবে ইটভাটা নির্মাণকে দুষছেন কৃষকরা।  

এছাড়া আশরাফুল ইসলাম ও আসাদ নামে দুই ব্যক্তি জলা দখল করে দোকান নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরকোল ইউনিয়নে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। ভাটার গাড়ি চলাচলের কারণে সড়ক ও জনপথের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতি বছর এসব বিলে ফসলের ফলন কমেছে। এছাড়া ওই জলায় খয়ের অটোমিলের ছাইও ফেলা হচ্ছে। এতেও পানির প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে। এসব এলাকার শত শত কৃষক কৃষিকাজের ওপর নির্ভরশীল। এজন্য তারা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বরাবর আবেদন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কৃষকরা জানান, ইটভাটার কারণে কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগে ২০ মণ ধান হতো সে জমিতে এখন ৫/৭ মণ ধান হয়। তারা আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হচ্ছেন। যারা জলা দখল করে ইটভাটায় চলাচলের রাস্তা বানিয়েছেন তারা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এখনও অনেকে ভয় পান। তাই কেউ নাম প্রকাশ করতে চান না। এজন্য প্রশাসনের দারস্থ হয়েছেন।

যাদের নামে এমন অভিযোগের পাহাড়-তারা রাজনৈতিক ও মামলার কারণে পলাতক থাকায় তাদের কারও মতামত নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কথা বলতে রাজি হননি।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ বাংলানিউজকে বলেন, কৃষি প্রধান এলাকায় জলাবদ্ধতায় কৃষির ফলন কমছে। কৃষকেরা আমাদের প্রাণ। কৃষক না বাঁচলে সবার জন্য ক্ষতিকর। জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগ সহায়তা করতে প্রস্তুত।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, কৃষকদের অভিযোগ পেয়েছেন। ইটভাটার মালিকদের বিষয়টি অবগত করে পানি নিষ্কাশনে উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদের তাগাদা দেওয়া হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।