ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বৃষ্টি

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। পরে তার মা বৃষ্টি আক্তার (২৪) ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  

র‌্যাব জানায়, সদর দফতরের গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালায়। এসময় চুরি হওয়া নবজাতকটি ও চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর রাত ১০টার দিকে কুর্মিটোলা হাসপাতালে তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরে ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার পাশের বেডে রোগী হিসেবে পরিচয় দেওয়া এক নারীর কাছে ছেলেকে রেখে ওয়াশরুমে যান। এরপর ফিরে এসে দেখেন পাশের বেডের ওই রোগী ও তার নবজাতক ছেলে নেই। অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।