ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত জাহেদ একই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে জাহেদের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এজন্য তিনি প্রতিবেশী ইউসুফ আলীর মোটর নিয়ে আসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।