ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
অবশেষে মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু  চালু সেচ পাম্প দিয়ে মুহুরী নদীর পানি যাচ্ছে কৃষিজমিতে।

ফেনী: ফেনীর মুহুরী নদীর সেচ স্কিমের পাম্প মেশিন চালু করার ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রথমে বাধা দিলেও অবশেষে চালু হয়েছে। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিএসএফের সিও পর্যায়ে কথা বলে সেচ পাম্পটি চালু করা হয়েছে।  

স্থানীয়রা জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের কৃষকরা মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ওই এলাকার জমিতে বোরো চাষাবাদ করে আসছিলেন।

গত ২৫ ডিসেম্বর চলতি মৌসুমে বোরো চাষাবাদ করার জন্য মুহুরী নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে কৃষকদেরকে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা।  

সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ (৪৮) জানান, বিএসএফের সঙ্গে বিজিবির আলাপের পর সেচ পাম্পটি চালু করা হয়েছে।  

স্থানীয় কৃষক সামছুল আলম (৫৪) বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে সেচস্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় দুইশত কৃষক বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সেটা কেটে গেছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসএইচডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।