ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ৮

ঢাকা: রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ আট মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি চালায় ডিবি গুলশান ও লালবাগ বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-গুলশান সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে  ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে কদমতলী থানা এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে আগে পাওয়া তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিমটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় গাড়িটির চালকের আসনে ছিলেন মো. ইব্রাহীম ও যাত্রীর আসনে ছিলেন মো. নুর কামাল। পরে গাড়িটি তল্লাশি করে তাদের হেফাজত থেকে  ৫৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার টাকা।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি, লালবাগ।

তারা হলেন- জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), মো. ইউসুফ আলী (৩২), মো. মিরাজ মোল্লা (৩৫), সাইফুল ইসলাম (৩৮), মোছা. মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০) ও মোছা. রাবেয়া (৬০)।

ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদের ডিবি-লালবাগ দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে থেকে একজন ও যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে থেকে পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।