ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা, মূল হোতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা, মূল হোতা গ্রেপ্তার গ্রেপ্তার ধর্ষণ ফারুক মোল্যা

নড়াইল: নড়াইলে মাইজপাড়া ইউপি নারী সদস্য বাসনা মল্লিক (৫২) কে সংঘবদ্ধ ধর্ষণের পরে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মূলহোতা ফারুক মোল্যা (৫০)- কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে দৌলতপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফারুক মোল্যা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওসমান মোল্যার ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদে টিসিবির মাল বিতরণের পর স্থানীয় যুবক রাজিবুলের ফোনে পাওনা টাকা আনতে দৌলতপুর বাজারে যান বাসনা মল্লিক। সেখানে একটি ঘরে রাজিবুল, ফারুক, চঞ্চল, শফিকুলসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। এরপর ২ লাখ টাকা দাবি করেন তারা। এ সময় বাসনা মল্লিক প্রতিবাদ করলে তাকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়।  

পরে বাসনা মল্লিক রাত ৮টার দিকে বাড়িতে ফিরে এসে কয়েকবার বমি করেন। এরপর রাতে খাওয়া শেষে পরিবারকে তেমন কিছু না বলে ঘুমিয়ে পড়েন।  

বুধবার (২৫ ডিসেম্বর) তার অবস্থার অবনতি হলে দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ ডিসেম্বর দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর পূর্বে তার একমাত্র ছেলের কাছে বাসনা মল্লিক কয়েকজনের নামসহ পুরো ঘটনাটি জানিয়ে যান বলে জানিয়েছ তার ছেলে রিংকু মল্লিক।  

নিহত বাসনা মল্লিক মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত  ১,২ ও ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও বিষপানে হত্যার অভিযোগ  আমলে নিয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তসহ সব ধরনের রিপোর্ট এলে অচিরেই পুরো বিষয়টা উন্মোচিত হবে। মূলহোতা ফারুক মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিগগিরই অন্য আসামিদেরও গ্রেপ্তার করে হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।