ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক বাঁ থেকে ডানে পিটার গ্যাব্রিয়েল, মুহাম্মদ ইউনূস, ম্যারি রবিনসন, কফি আনান, নেলসন ম্যান্ডেলা, জিমি কার্টার, ডেসমন্ড টুটু

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক বার্তায় তিনি গভীর সমবেদনা জানান।

সোমবার (৩০ ডিসেম্বর) পাঠানো শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্ট কার্টারকে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।  

প্রেসিডেন্ট কার্টারকে বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার মেয়াদে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সুশাসন এবং বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে তার প্রভাবশালী কাজের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা প্রয়াত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার লালিত বন্ধুত্ব এবং নোবেল বিজয়ীদের সমাবেশসহ বিভিন্ন ফোরামে তাদের সাক্ষাতের কথা স্মরণ করেন।  

তিনি জিমি কার্টারের নম্রতা, প্রজ্ঞা এবং জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিকে শ্রদ্ধা জানান।  

প্রধান উপদেষ্টা তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, প্রয়াত প্রেসিডেন্ট কার্টারের উত্তরাধিকার বিশ্বজুড়ে প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধান উপদেষ্টা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।