ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর ইউনিটি’ শেষে ফেরার পথে শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
‘মার্চ ফর ইউনিটি’ শেষে ফেরার পথে শিক্ষার্থীদের ইট-পাটকেল নিক্ষেপ

জামালপুর: জাতীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা। পথে তাদের বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল থেকে মধুপুরের কাছাকাছি পৌঁছলে মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন এ অভিযোগ করে বলেছেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে জামালপুর থেকে পাঁচটি বাসে চড়ে শহীদ মিনারে যাই। সারা দিনের কর্মসূচি শেষ করে ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরের কাছাকাছি পৌঁছলে আমাদের বাস বহরের একটিতে অতর্কিত হামলা হয়। কে বা কারা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে বাসটির বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। শীতকাল হওয়ায় জানালাগুলোয় পর্দা দেওয়ায় কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে আমরা বাস না থামিয়ে দ্রুত সেখান থেকে গন্তব্যের দিকে চলে আসি। আমাদের বহরে এমন হামলার বিচার চাই। উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছেন মাহিন।

দুর্ঘটনাকবলিত বাহনটির সামনের বাসে থাকা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি বলেন, হুট করেই পেছনের বাস থেকে চিৎকার শুনতে পাই। আমাদের বাস থামিয়ে পেছনে গিয়ে দেখি ইট-পাটকেল ছুড়ে বাসটির জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কেউ গুরুতর আহত হয়নি। তবে কারও কারও গায়ে ইট লেগেছে। আমরা এ ঘটনার তদন্ত চাই, যারা এতে জড়িত তাদের বিচার দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।