ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শুধাংশু শেখরের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শুধাংশু শেখরের নামে মামলা শুধাংশু শেখর ভদ্র

ঢাকা: প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ  মামলাটি দায়ের করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান মামলাটি দায়ের করেন।

জানা গেছে, সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন।  

২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন তিনি।

দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সুধাংশু শেখরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।  

মামলা তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাও আমলে আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।