ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভার বেতার কেন্দ্রে মিলল যুবকের মাটিচাপা মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
সাভার বেতার কেন্দ্রে মিলল যুবকের মাটিচাপা মরদেহ মরদেহ: প্রতীকী ছবি

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে হৃদয় (১৮) নামে এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ২টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের বাউন্ডারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। হৃদয়কে হত্যার পর কাদামাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।

হৃদয় গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় হারুনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতার কেন্দ্রের বাউন্ডারির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ কাদামাটি দিয়ে ঢাকা ছিল।

ঘটনাস্থল থেকে ফেরা কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। হৃদয় প্রায় ৬ দিন ধরে নিখোঁজ ছিল বলে পরিবার দাবি করেছেন। মরদেহ আশুলিয়া থানা এরিয়ায় থাকায় আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।