ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১৪ দিন পর পার্বতীপুর-সৈয়দপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
১৪ দিন পর পার্বতীপুর-সৈয়দপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

নীলফামারী: ১৪ দিন পর বন্ধ থাকার পর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে পার্বতীপুর-সৈয়দপুর একটি রুটে সরাসরি বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বন্ধ রয়েছে পার্বতীপুর-দিনাজপুর ও ফুলবাড়ী-রংপুর দুটি রুটের বাস চলাচল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে পার্বতীপুর-সৈয়দপুর রুটে বাস চলাচল স্বাভাবিক বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস মালিক সমিতির সেক্রেটারি মো. ফয়জার রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পার্বতীপুরের মহেশপুর এলাকা থেকে সৈয়দপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে।  

দিনাজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এজেডএম মেনহাজুল হক বলেন, গত বছরের ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর মোটর মালিক গ্রুপের পক্ষ থেকে ফুলবাড়ী-রংপুর রুটে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ছয়টি বাস চলার কথা কিন্তু মাত্র একটি বাস চলাচল করতে দেওয়া হয়। দুটি রুটে বাস চলাচল বিষয়ে পার্বতীপুর বাস মালিক সমিতি ও দিনাজপুর মোটর মালিক পক্ষ আলোচনায় বসে সুরাহার চেষ্টা করা হচ্ছে। কিন্তু দিনাজপুর মোটর মালিক পক্ষ বসছে না। গত ১৮ ডিসেম্বর থেকে পার্বতীপুর বাস মালিক সমিতি ও মোটর মালিক গ্রুপ দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ওই তিনটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুর মোটর মালিক পক্ষ থেকে ফুলবাড়ী-রংপুর রুটে ১২টি বাস দীর্ঘ ১৫ বছর ধরে চলাচল করছে।
এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ছয়টি বাস চলার কথা কিন্তু মাত্র একটি বাস চলাচল করতে দেয়। সরাসরি পার্বতীপুর-সৈয়দপর-ফুলবাড়ী রুটে ৩০টি বাস চলাচল করে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ২২টি বাস চলে।
পার্বতীপুর-দিনাজপুর রুটে ২১টি তার মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির ছিল নয়টি। ফুলবাড়ী-রংপুর রুটে পার্বতীপুর বাস মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক গ্রুপকে চিঠি দেওয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায়, পার্বতীপুর এলাকার ওপর দিয়ে রংপুরে চলাচলকারী বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে পার্বতীপুর-দিনাজপুর ও ফুলবাড়ী-রংপুর দুটি রুটে চলাচলকারী যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েছেন। বেকার হয়ে পড়েছেন এ রুটে চলাচলকারী বাসের চালক, হেলপারসহ সংশ্লিষ্টরা পাঁচ শতাধিক শ্রমিক।  

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর স্ট্যান্ড শাখার আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন বলেন, দিনাজপুর মোটর মালিক গ্রুপ এবং পার্বতীপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বর্তমানে দুটি রুটের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব শ্রমিকরা দিন আনেন, দিন খান। বাসের চাকা না ঘুরলে, তাদের পেটের খাবারও জুটবে না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।