ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭৬) উদ্ধার করা হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার কচুয়া এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার করার পর শিবানন্দ রায় বণিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বাউফল থানায় নিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাংবাদিকদের বিস্তারিত জানাবে।
এর আগে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে শিবু বণিককে অপহরণ করে ট্রলারে করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।