ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
সীমান্তবর্তী কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি

ঝিনাইদহ: মহেশপুরে কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার সীমান্ত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নদীটি বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে আনুমানিক মাটিলা এলাকায় প্রায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করে।

 

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস সহিদ স্থানীয় জনগনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়ে এ তথ্য জানান।

উল্লেখ্য, ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদলা নদীর ৪.৮০ কিলোমিটার এলাকা সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। স্থানীয় লোকজনের মুখে শোনা যায়, এক সময় এ নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো।

স্বাধীনতার পরে এ এলাকা থেকে অনেকেই সীমান্ত ছেড়ে নিজেদের প্রয়োজনে দেশের অভ্যন্তরে বসবাস শুরু করে। ফলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকুতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আধিপত্য বিস্তার করতে থাকে। একপর্যায়ে তারা সীমান্তে অবস্থিত এ নদীতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে বাধা দিতে থাকে।

নদীটি ব্যবহার করা নিয়ে ওপারের জনগণ ও বিএসএফ সদস্যদের সঙ্গে প্রায়ই বাংলাদেশি জনগণের ঝগড়া হতো। সম্প্রতি নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত এ বিষয়টি ৫৮ বিজিবির নজরে এলে বিজিবি প্রথমে বিভিন্ন নথীপত্র, মানচিত্র থেকে নদীটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে ৫৮ বিজিবি অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদীতে নিজেদের দখল প্রতিষ্ঠা করে, হারানো অধিকার ফেরত পায়।  

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।