ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দোকানের খুঁটিতে লেখা- ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
দোকানের খুঁটিতে লেখা- ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দোকানের খুঁটিতে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলী বাজার গিয়ে দেখা যায়, দোকানের খু&টিতে লেখা রয়েছে ‘সমন্বয়ক মৃত্যু প্রস্তুত হও’।

জানা যায়, ওই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মো. পারভেজের বাড়ি।

এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা, হাসিনা আসবে, মুজিববাদ, ছাত্রলীগ আসবে’ এমন লেখাও দেখা গেছে।  

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেনের গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে মোটরসাইকেলে মহড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ছাত্র প্রতিনিধি মো. পারভেজ বলেন, দুদিন আগে রাতের আঁধারে আমাদের এলাকাজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়ালে নানা কিছু লিখেছে। এর মধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা শঙ্কায় রয়েছি।  

বায়েজিদ হোসেন বলেন, গত দুদিন আমি বাড়ি ছিলাম না। রাতের আঁধারে কারা নাকি বাড়ির সামনে এসে ঘুরে যায়। গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন আমার ঘরের সামনে আসে। আমি বের হতেই তারা পালিয়ে যায়।

উভয় ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানান তারা।

ছাত্র সমন্বয়ক আরমান হোসেন বলেন, দুটি ঘটনাই আমাদের জন্য হুমকির। এর আগেও বিভিন্ন মাধ্যমে আমাদের ছাত্র প্রতিনিধিদের হুমকি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোপনে কিছু দেয়াল লিখন হয়েছে। আমাদের টিম কাজ করছে। যারা এগুলো লিখেছে, তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।