ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্ত এলাকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
সীমান্ত এলাকায় বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ
   প্রতীকী ছবি

হবিগঞ্জ: ভারতের ত্রিপুরা রাজ্যের পুলিশ জহুর আলী (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে।
 
সোমবার (৬ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যের খোয়াই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে বলে সীমান্তের বাসিন্দারা জানান।


 
জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে। তিনি রাজধানীতে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
 
জহুরের পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গত শনিবার জহুর আলী ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরে সোমবার খোয়াই থানা পুলিশ গৌড়নগর সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে বলে বাড়িতে খবর এসেছে।
 
স্থানীয়দের বরাত দিয়ে একই তথ্য দেন ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন।
 
তিনি বাংলানিউজকে বলেন, বিস্তারিত খবরের জন্য লোক পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।