ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাগ হলো ট্রাক, আহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
জামালপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাগ হলো ট্রাক, আহত ৩ 

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় সার বোঝাই ট্রাক দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেনের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন৷ 

বুধবার (০৮ জানুয়ারি) ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে৷ 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়।

পরে ট্রেনটি ট্রাকটিকে প্রায় দুইশ মিটার দূরে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশ ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন৷ 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।