ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিপুরায় উদ্ধার করা বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
ত্রিপুরায় উদ্ধার করা বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারতীয় পুলিশ
  ত্রিপুরায় উদ্ধার করা বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

হবিগঞ্জ: ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্ধার করা বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৫৫) মরদেহ ময়নাতদন্ত শেষে ফেরত দিয়েছে সে দেশের পুলিশ।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পুরোনো বাল্লা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।


 
ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকারের কাছ থেকে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম মরদেহ গ্রহণ করেন।
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাল্লা সীমান্ত ফাঁড়ির সদস্যসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।
 
মৃত জহুর আলীর বাড়ি চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী ডুলনা গ্রামে। তিনি রাজধানীতে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
 
গত ৪ জানুয়ারি ঢাকা থেকে বাড়ি ফেরেন তিনি। এরপর ৬ জানুয়ারি ত্রিপুরার খোয়াই থানা পুলিশ দেশটির গৌড়নগর সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে খোয়াই জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত হয়।
 
খোয়াই থানা পুলিশের বরাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বাংলানিউজকে বলেন, ভারত পুলিশের ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে জহুরের মৃত্যু হয়েছে। তিনি কি কারণে এবং কীভাবে ভারতে অনুপ্রবেশ করেন, তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।