ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পৃথক এ দুই দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন।

 

জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিয়াস (১৭) নামে মোটরসাইকেলের আরোহী এক কিশোরের মৃত্যু হয় এবং আহত হন পাঁচজন। এর মধ্যে আহত সিফাতসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. মনজুর ছেলে।  

আহত অন্যরা হলেন- সাব্বির হোসেন, জাহেদ হোসেনসহ পাঁচজন। তারা উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশা মির্জাপুর এলাকা থেকে কালিবাজার দিকে আসছিল। মোটরসাইকেল যোগে পিয়াস বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতাবস্থায় পিয়াসসহ ছয়জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে পিয়াসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সিফাত নামে একজনসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এদিন বিকেলে জেলা সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।