ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে সিয়ামসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
মতিঝিলে সিয়ামসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়ামসহ (২৩) দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। অপর গ্রেপ্তার নাম মো. রনি (১৯)।

শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মতিঝিলএলাকায় অভিযান চালিয়ে সিয়াম ও রনিকে গ্রেপ্তার করে।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মতিঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেপ্তার সিয়ামের বিরুদ্ধে মতিঝিলসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা ও অপর গ্রেপ্তার মো. রনির নামে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।