ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সহিদুল্লাহ চৌধুরী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
সহিদুল্লাহ চৌধুরী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবেন অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: শ্রমিক আন্দোলনের কিংবদন্তি, দিকপাল সহিদুল্লাহ চৌধুরী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আলোকবর্তিকা হয়ে থাকবেন বলে মনে করেন স্কপের নেতারা।

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র প্রয়াত সভাপতি স্কপের শীর্ষ নেতা সহিদুল্লাহ চৌধুরীর শোক সভায় বক্তারা এ কথা বলেন।

 

তারা আরও বলেন, সততা, ত্যাগ, আদর্শনিষ্ঠায় পরিক্ষিত শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম দিকপাল, শ্রমিক আন্দোলনের সিঁড়ি বেয়ে জাতীয় রাজনৈতিক নেতায় উন্নীত হয়েছিলেন। বামপন্থি এ শ্রমিকনেতা মহান মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন।  

বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সহিদুল্লাহ চৌধুরী চিরঞ্জীব হয়ে থাকবেন।

স্কপের যুগ্ম সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শ্রমিকনেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আরেক যুগ্ম সমন্বয়ক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহউদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নুর মো. আকন্দ, বাংলাদেশ জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, নঈমুল আহসান জুয়েল, সাকিল আখতার চৌধুরী, আবুল হোসাইন, নাজমা আক্তার, সুলতানা বেগম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।