ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বিএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
নাটোরে বিএসবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নাটোর: নাটোরের লালপুরে সরকারি অনুমোদন ছাড়াই ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করার অপরাধে বিএসবি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ভাটার সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।  

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।  

এছাড়া অভিযানকালে বিএসবি ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ভাটাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাটির সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।