ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ আটক দুই ‘আওয়ামী ক্যাডার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
অস্ত্রসহ আটক দুই ‘আওয়ামী ক্যাডার’ অস্ত্রসহ আটকরা

কুমিল্লা: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।  

সোমবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল।

 

আটক দুজন হলেন- কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের জাকির ও লিটন। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআর‌টি ‌ট্রেনিং‌ ডি‌পো অফি‌সে সেনাবা‌হিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।

তিনি জানান, সোমবার দিবাগত রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন নামে আরেকজনকে আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, চাপাতি-ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক দুইজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।