ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফেনী নদীর ভাঙন রোধে খননের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জানুয়ারি ১৪, ২০২৫
ফেনী নদীর ভাঙন রোধে খননের দাবি

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার ফেনী নদী ও মুহুরী নদীর পূর্ব সোনাপুর, আমতলা এলাকায় নদী ভাঙন রোধে দ্রুত নদী খনন কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুহুরী নদীর এই এলাকায় নদী বাঁকা হওয়ায় প্রতিনিয়ত ভাঙছে বাড়িঘরসহ জনপদ। নদীর পূর্ব সোনাপুর, আমতলা এলাকায় নদী ভাঙন রোধে বাঁকা নদী সোজাকরণে দ্রুত নদী খননের দাবী জানান এলাকাবাসী।

তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে নদী থেকে অবাধে বালু উত্তোলন করায় এ এলাকা নদী গর্ভে বিলীন হতে চলেছে। নদী ভাঙনের কবলে পড়ে অনেকে পরিবার-পরিজন নিয়ে স্থানীয় বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে।

আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় সমাজসেবক আমির হোসেন, আব্দুর রব, আবুল কালাম, ফারুক হোসেন, সেলিম, শাহাবুদ্দিন, ক্ষতিগ্রস্ত সিদ্দিক মাঝি, আবু সাঈদ, রিয়াদ হোসেনসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ