ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মহাখালী বাস টার্মিনালে প্রাইম ব্যাংক আই হসপিটালের চক্ষু সেবা ক্যাম্প 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জানুয়ারি ১৬, ২০২৫
মহাখালী বাস টার্মিনালে প্রাইম ব্যাংক আই হসপিটালের চক্ষু সেবা ক্যাম্প 

বাংলাদেশে অধিকাংশ গাড়িচালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগেন যার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা এবং ঝরছে প্রাণ।  

তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং চক্ষুজনিত সমস্যায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সম্মানিত পরিবহন চালক-শ্রমিক এবং মেকানিকদের জন্য এম জে এল বাংলাদেশ পি এল সি এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ও প্রাইম ব্যাংক আই হসপিটাল-এর সহযোগিতায় মহাখালী বাস টার্মিনালে ১৫ জানুয়ারি আয়োজিত হয়েছে দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প।

 

বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চোখের পাওয়ার পরীক্ষা সহ চোখের সমস্যাজনিত বিভিন্ন সেবা প্রদান করা হয়।  

বিনামূল্যে চক্ষু সেবা নিতে অগ্রিম নিবন্ধনের আয়োজন করা হয় এবং সেখান থেকে প্রায় ৩০০ জনের মধ্যে এই সেবা প্রদান করা হয়। আয়োজনটি শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ এবং সেবা গ্রহণকারীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।