ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে বিদেশে পাঠানো হচ্ছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জানুয়ারি ১৬, ২০২৫
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে বিদেশে পাঠানো হচ্ছে

ঢাকা: জুলাই বিপ্লবে আহত ১৪ জন ভিসা পেয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য শিগগিরই দেশের বাইরে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

রফিকুল আলম জানান, জুলাই বিপ্লবে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুততার সাথে ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে। এ পর্যন্ত এই সমন্বিত প্রক্রিয়ায় ১৩ জন আহত চিকিৎসাসেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসাসেবা নিয়ে দেশে ফেরত এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক বলেন, গত ৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ জনের ভিসা প্রসেসিং করা হয়েছিল। ইতোমধ্যে ১৪ জন ভিসা পেয়ে গেছেন। এই ১৪ জনকেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অতিসত্ত্বর পাঠানো সম্ভব হবে। এখানে উল্লেখ্য যে, মুমূর্ষু ৪ জন আহতকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।