ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরে এই বিক্ষোভ-মিছিলের আয়োজন করে উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে সমবেত হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন টিপু, সদর যুবদল নেতা জামাল মিয়া, নুরুজ্জামান শেখ, দীন ইসলাম, স্বপন মিয়া, হারুন মিয়া, কৃষক দলের বাসার মিয়া, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রকিব মিয়া, রাজীম মিয়া, রিফাত মিয়া, সমন্বয়ক রাসেল ও আলমগীর, জিসান, শরিফ, দিদার, পিযুষ, জিয়ানসহ বিএনপির কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের নামে আরও একটি মামলা হয়েছে। এমন অভিযোগে আবদুল হামিদের নামে এবারই প্রথম মামলা হয়েছে।

গত ১৪ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূইয়ার ছেলে তহমুল ইসলাম মাজহারুল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন নম্বর আসামি। তার নামে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।