ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাত্র-জনতার ওপর গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জানুয়ারি ১৮, ২০২৫
ছাত্র-জনতার ওপর গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার আব্দুর রাজ্জাক

ঢাকা: ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার ঘটনায় নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আব্দুর রাজ্জাক (৪৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির সমাবেশ থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক নান্নার ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা জেলা চালক লীগের সিনিয়র সহ-সভাপতি। তবে গত ৫ আগস্টের পর ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ দেন।

পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদের মাথায় গুলি লাগে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা রাজ্জাককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।