ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আবাদুজ্জামান শিমুলের মায়ের ইন্তেকালে ক্র্যাবের শোক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪২, জানুয়ারি ১৯, ২০২৫
আবাদুজ্জামান শিমুলের মায়ের ইন্তেকালে ক্র্যাবের শোক 

ঢাকা: অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুলের মা মনোয়ারা বেগম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ৩.৩০ টার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।  

এর আগে রামপুরার বাসায় তিনি অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। হার্টের সমস্যাসহ বার্ধক্য জনিত নানান জটিলতায় ভুগছিলেন তিনি।

মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।  

এক শোক বার্তায় সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানান গভীর সমবেদনা।  

মগবাজার মোড় জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আবাদুজ্জামান শিমুল তার মায়ের জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।


বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।