ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন অনুপ কুমার চাকমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। সরকারের সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়।

এর আগে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।