ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে হত্যা মামলার ৩ আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
জামালপুরে হত্যা মামলার ৩ আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজন হত্যা মামলার ৩ আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে গাজীপুরের চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরআগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

গ্রেপ্তাররা হলেন-তানজিল ইসলাম তাসিন (২৬), মোঃ তাসলিমুল ইসলাম তমাল (২২), এবং বিন্দু তালুকদার।

পুলিশ জানায়, সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়াকে গত শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এ ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন বাদি হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়৷ তাদের দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।