ঢাকা: যখনই ঘটনা তখনই তথ্য- এমন চিন্তা সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভাগে আলাদা হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হবে। এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমনটি জানান।
সভায় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, পুলিশ ও ক্র্যাব পরস্পর সহযোগী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা বজায় থাকবে।
পুলিশের পক্ষ থেকে যথাসময়ে তথ্য পাওয়া না গেলে ইনফরমেশন গ্যাপের সম্ভাবনা থাকে, বলেন তিনি।
মতবিনিময় সভায় ডিএমপি ও ক্র্যাব সদস্যদের মধ্যে পার্টনারশিপ ভিত্তিতে ওরিয়েন্টেশনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
যখনই ঘটনা তখনই তথ্য- এই চিন্তা থেকে তথ্য পেতে সহযোগিতা করার জন্য ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।
বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, শিগগিরই সাংবাদিকদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন তথ্য দিতে হটলাইন চালু করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাব সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও মোহাম্মদ জাকারিয়া।
ডিএমপির কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এজেডএস/আরএইচ