ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় অপহৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ঢাকায় অপহৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান (৪০) নামে এক ব্যবসায়ীকে ৩দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার রোকুনুজ্জামান খান ঢাকার মগবাজার দিলু রোডের নুরুদ্দিন খানের ছেলে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকায় একটি ৭ তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটের দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। তবে বিষয়টি এদিন দুপুরে সাংবাদিকদের নিশ্চিত করে সদর থানা পুলিশ।

রোকুনুজ্জামান খান জানান, গত ১৯জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে  চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদরাসার সুপার ৭-৮ লোকজন নিয়ে অস্ত্রের মুখে  তাকে জোর করে একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। এরপর তাকে নাকে চেতনানাশক রুমাল ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরেরদিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি রুমে হাত পা বাঁধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান।

গত ৩দিন ধরে তাকে রুমের মধ্যে আটকে তাকে মারধর করা হয়। বুধবার সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পার্শ্ববর্তী ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান। এ সময় ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে অভিযুক্ত রাকিব সদর থানা চত্বরে অবস্থানকালে সাংবাদিকদের দাবি করেন, তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল। এখন আর তার সঙ্গে ব্যবসা করতে না চাইলে রোকন টাকা দিতে টালবাহানা করায় তাকে বেড়াতে আসার নাম করে এনে আটকে রেখে তার কাছে পাওনা টাকা চাওয়া হয়েছে। মারধর প্রসঙ্গে তার দাবি তাকে সসম্মানে ওই বাড়িতে আটকে রাখা হলেও কোনো মারধর করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে রোকনের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।