ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪৭০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ১১০ পিস ইয়াবা, ৭ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ ও ২৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামিদের নামে ১৭টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এমএমআই/এএটি