মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে পাটুরিয়া ও আরিচা দুটি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন বলেন, পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার ঘনত্বের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল ফেরি চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা কমতে শুরু করলে পৌনে ১১টার দিকে দুটি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এখন গাড়িগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই