ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ৫ পেশাদার ছিনতাইকারি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
মোহাম্মদপুরে ৫ পেশাদার ছিনতাইকারি গ্রেপ্তার  গ্রেপ্তারকৃতরা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পাঁচ পেশাদার ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম পিয়াল (২৬), মো. মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মো. মামুন হোসেন নাঈম (২৮) ও মো. মুন্না হোসাইন (২৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।  

তিনি আরও জানান, বিভিন্ন থানায় মো. শরিফুল ইসলাম পিয়ালের নামে সাতটি, মো. মশিউর রহমান মানিকের নামে পাঁচটি, রাসেল সরদারের নামে তিনটি এবং মো. মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইনের নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।