ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘কর্মবিরতিতে কমলাপুর স্টেশনে লোকসান সোয়া কোটি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, জানুয়ারি ২৯, ২০২৫
‘কর্মবিরতিতে কমলাপুর স্টেশনে লোকসান সোয়া কোটি’ কথা বলছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন (ইনসাটে)

ঢাকা: রানিং স্টাফদের কর্মবিরতির ৩০ ঘণ্টায় রাজধানীর কমলাপুর স্টেশনে প্রায় এক কোটি ২০ লাখ টাকার মতো লোকসান হয়েছে। এছাড়া কোচ ব্যালান্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারী এক্সপ্রেসের বুধবার (২৯ জানুয়ারি) যাত্রা বাতিল করা হয়েছে।

 

বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন এ তথ্য জানান।

কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে শাহাদাত হোসেন বলেন, আমাদের (কমলাপুর) স্টেশন থেকে সাধারণত প্রতিদিন এক কোটি ১৫ লাখ থেকে এক কোটি ২০ লাখ টাকা আয় হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে।

স্টেশন ম্যানেজার বলেন, যে দুটি ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে, সেগুলোর টাকা যাত্রীদের রিফান্ড করা হবে। এদিন পারাবত এক্সপ্রেস চার ঘণ্টা বিলম্বে ছেড়েছে। অন্যান্য ট্রেনের এক থেকে দেড় ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়েছে।

তিনি বলেন, যেহেতু গভীর রাতে সিদ্ধান্ত হয়েছে (ধর্মঘট প্রত্যাহার) তাই যাত্রীদের এসএমএস দেওয়া হয়নি। যারা যেতে পারেননি, তাদের বিষয়ে কী করা যায় আমরা তা দেখছি।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।