ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

দিনমজুর থেকে কোটিপতি সেই তাঁতী লীগ নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জানুয়ারি ২৯, ২০২৫
দিনমজুর থেকে কোটিপতি সেই তাঁতী লীগ নেতা গ্রেপ্তার  তাঁতী লীগ নেতা সাহাবুল

নীলফামারী: থাই লটারি ও ভিসা প্রতারণা করে কোটিপতি হওয়া সেই তাঁতী লীগ নেতা সাহাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার আগে কিশোরগঞ্জ বাজার থেকে এ প্রতারককে গ্রেপ্তার করা হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, দিনমজুর ছিলেন তাঁতী লীগ নেতা সাহাবুল। দীর্ঘদিন ধরে থাই লটারি বিজয়ী করে দেওয়া ও উচ্চবেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি হন তিনি। এছাড়া তিনি কিশোরগঞ্জ এলাকার থাই গেম ও ভিসাচক্রের মূল নিয়ন্ত্রক। তার অধীনে চক্রটির সদস্য কয়েক শতাধিক ব্যক্তি। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় তার অর্থের দৌরাত্ম্যে বিভিন্ন অপরাধ সংঘটিত হতো।  

এছাড়া সাংবাদিক, ওসি, পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন সাহাবুল। তিনি অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছেন বলেও জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) প্রতারক সাহাবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এলাকায় থাই গেম ও ভিসা প্রতারণার মূল নিয়ন্ত্রক। তার অধীনে চার থেকে পাঁচশ’ জনের বেশি ব্যক্তি কর্তৃক থাই ও ভিসাচক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কখনও লটারি পেয়ে দেওয়া আবার কখনও ভুয়া ভিসা প্রদর্শনপূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে সেই অর্থ কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরাত্ম্যে অপহরণ, খুন, ধর্ষণ, ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামী সাধারণ জনগণকে জিম্মি করে রাজত্ব কায়েম করেছিল। সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।