ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩২, জানুয়ারি ৩০, ২০২৫
গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হাসপাতালে সালজার বেপারী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সালজার বেপারী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হরিরামপু ইউনিয়নের ব্রিজ বাজার (ত্রিমোহনী) এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের চাচা আমিনুল ইসলাম জানান, সন্ধ্যায় ব্রিজ বাজার (ত্রিমোহনী) এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালজার। তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালজার মারা যায়।  

গোবিনাদগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারে পুলিশ কাজ করেছে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।