ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে পড়েছিল বিএনপি নেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
ধানক্ষেতে পড়েছিল বিএনপি নেতার মরদেহ

যশোর: মণিরামপুরে হাকিমপুর বাবুর মোড়ের একটি ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন। সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আকরাম হোসেন বলেন, স্থানীয়রা শনিবার সকালে হাকিমপুর এলাকার একটি ধানক্ষেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকার খবর জানান তাদের। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার একটি বাঁক রয়েছে। বাঁক ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ওসি নূর মোহাম্মদ গাজী আরও বলেন, সকালে খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছে। পরে পুলিশ খবর পেয়ে স্বজনদের বুঝিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এমজে

 

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।