ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান পাড়া থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। রোববার (০২ ফেব্রুয়ারি) ভোররাতে তারা অপহরণের শিকার হন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কমলা বাগান পাড়ার বমুর খাল এলাকায় শ্রমিক শেডে অবস্থানরত সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল। সংবাদ পেয়ে অপহৃতদের উদ্ধারে কাজ শুরু করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথবাহিনীর সদস্যরা অপহৃত শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করেছেন। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায়। তাই কারা অপহরণ করেছে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে, ১৪ জানুয়ারি গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুর খাল নামক এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সাত রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়, পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একদিন পরই তাদের উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।