গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলা চালানোর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল মেরে ভাঙচুরও করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সাফায়েত গাজী নামে গ্রেপ্তার এক কর্মীকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের।
পুলিশকে আহত ও গাড়ি ভাঙচুর ছাড়াও এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখে আওয়ামী লীগ কর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছাড়িয়ে নিয়ে যান।
স্থানীয়রা জানায়, আজ রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কয়েকজন কর্মী লিফলেট বিতরণ করছিল। এসময় পাশের দোকান থেকে সাফায়েত গাজীকে আটক করে পুলিশ। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসএএইচ