ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ধানের তৈরি ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
শ্রীমঙ্গলে ধানের তৈরি ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা ধানের তৈরি সরস্বতী প্রতিমা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। প্রথমবারের মতো ২১ ফুট উচ্চতার প্রতিমাটি তৈরি করেছেন মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল।

 

শহরতলীর লালবাগ এলাকার লালবাগ যুব-কিশোর সংঘের ২৫তম পূজা আয়োজনে ধান দিয়ে তৈরি অরূপ সরস্বতী প্রতিমা দেখতে স্থানীয় এবং বিভিন্ন এলাকার ভক্তের ভিড় জমায় পূজা মণ্ডপে।

পূজা দেখতে আসা ভক্তরা বলছেন, ধান দিয়ে তৈরি প্রতিমা এর আগে কোনোদিন দেখেননি। ধান ব্যবহার করে এত সুন্দর প্রতিমা তৈরি করা যায় এটাও এই প্রথম দেখেছেন।

প্রতিমা দর্শন করতে আসা সমীরণ ধর বলেন, ধান গেঁথে গেঁথে তৈরি করা সোনালি রঙের এ প্রতিমাটি যেন জীবন্ত সরস্বতী। সুন্দর এ প্রতিমা দর্শনে মন জুড়িয়েছে।

প্রতিমা কারিগর উদয় পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করেছি। প্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং আমাদের কাজের প্রশংসা করছেন। মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।

প্রতিমা কারিগররা আরও জানান, ধান দিয়ে ২১ ফুট উচ্চতার এ প্রতিমা তৈরি করতে সময় লেগেছে ৩০ দিন। প্রতিমায় ৫০ কেজি ধানের ব্যবহার করে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার নিরন্তর চেষ্টা করা হয়েছে।

লালবাগ যুব সংঘের সভাপতি কৌশিক দত্ত জানান, সবাইতো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি। ধান দিয়ে তৈরি নতুন রূপের এ প্রতিমায় আরাধনা করে ভক্তরা প্রশান্তি লাভ করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।