ঝালকাঠি: আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের রোনালসে সড়কের বাসভবন ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। তাদের আমলে অবৈধভাবে এমপি-মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়ে তোলেন। অবৈধ সম্পদের পাহাড় গড়ার তালিকায় ঝালকাঠির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছেন। তিনি জোরপূর্বক কালেক্টরেট স্কুলের জমি দখল করে নিজের ও তার স্ত্রীর নামে দুটি প্রতিষ্ঠান করেছিলেন।
ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেওয়া হবে বলেও জানান তারা।
তারা আরও জানান, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা ৬ মাস হলেও পাশের দেশ ভারতে বসে এখনো উসকানি দিচ্ছে দেশের বিরুদ্ধে। এ কারণে বাংলাদেশের ছাত্র-জনতা বিক্ষুব্ধ মনোভাবের প্রতিবাদ স্বরূপ এই দোসরদের অবৈধ আয়ের বাসভবনগুলো ভাঙচুর করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার সম্পন্ন করে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসএএইচ