ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুন লাগার শুরুতে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী নিরাপদে নামতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মহম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চলন্ত বাসে হঠাৎ ইঞ্জিনের ডিফেন্সার ভেঙে তেলের ট্যাংঙ্কার ও ব্যাটারির সঙ্গে ঘর্ষণে আগুনের ফুল্কি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
রূপসা পরিবহনের চালকের সহকারী মোমিনুল ইসলাম বলেন, বাসটি ভোরে খুলনা থেকে ছেড়ে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে মহাসড়কের শৈলকুপার মোহাম্মদপুর এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ ইঞ্জিনের ডিফেন্সার ভেঙে নিচে পড়ে যায়। ডিফেন্সারটি চলন্ত বাসের তেলের ট্যাঙ্কারে ও ব্যাটারির সঙ্গে ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণ করে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাসটিতে নাশকতার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাসে হঠাৎ আগুন নিয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, যাত্রীবাহী বাসে আগুনের খবর আসামাত্র ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হই। এরপর তেলের আগুন ঊর্ধ্বমুখী হওয়ায় ও পরিবহনে পর্যাপ্ত পরিমাণ আঠা এবং রং ব্যবহার হওয়ায় তা ভয়াবহ আকার ধারণ করে। পরে ফোম জাতীয় পদার্থ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন এই স্টেশন অফিসার।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস