ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে রাজীবের বাড়ি ভাঙচুর 

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সাভারে রাজীবের বাড়ি ভাঙচুর 

সাভার: সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার মঞ্জুরুল আলম রাজীবের বাড়ি ‘রাজ মঞ্জুরী’ ভাঙচুর করেন তারা।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় প্রায় শতাধিক ছাত্র-জনতা হেমায়েতপুরের রাজীবের বাড়িতে বুলডোজার কর্মসূচি পালনের অংশ হিসেবে জমায়েত হয়। পরে বাড়ির গেট, বাড়ির দেয়ালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেন। পরে আগুন দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর অনুরোধে আগুন দেওয়া বিরত থাকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আবাসিক এলাকা হওয়ায় তারা আগুন দেয়নি। শুধু ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।