ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বায়তুল আমানে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা। কিছুক্ষণ পরেই ডিসি অফিসের অদূরে অবস্থিত বায়তুল আমানের দিকে রওয়ানা হয় তারা।

এ সময় বায়তুল আমানের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে ভেকু এনে ভবন ভেঙে দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।