জামালপুর: জামালপুর সদর থানা হাজতে হুট্টু শেখ নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল মো. আতিক।
মৃত হুট্টু শেখ শহরতলীর হাটচন্দ্রা গ্রামের মৃত চেনু শেখের সন্তান। ২০২২ সালের অক্টোবর মাসে প্রতিবেশীর সাথে মারামারির একটি মামলায় দ্বিতীয় আসামি ছিলেন হুট্টু শেখ।
পুলিশ জানায়- ৬ ফেব্রুয়ারি আদালত থেকে হুট্টু শেখের নামে একটি ওয়ারেন্ট আসে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আনে পুলিশ। রাত ১২টার দিকে থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক হুট্টু শেখকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, হুট্টু শেখ স্ট্রোক করে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ যথাযথ প্রক্রিয়া হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ