ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
রায়পুরায়  দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নারী নিহত

নরসিংদী: নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে।

নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল ও তার দলবল বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এ সময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের দিকে গুলি করা হয়েছে।

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও মহিলারা ছিল। বাধা দিতে গেলে নারীসহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করে। চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সংর্ঘষে একজন নিহত হয়েছেন। চেয়ারম্যানের বাড়ি ও ইউনিয়ন পরিষদে হামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।