হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ জনের মধ্যে একজন পুলিশ পাহারায় চিকিৎসাধীন থেকে পালিয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের টয়লেট থেকে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৪২) নামে ওই আসামি পালায়।
এ ঘটনায় হাসপাতালে পাহারার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে জানান।
স্প্রিং জালাল জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়াল ছেলে; ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।
জানা গেছে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শায়েস্তাগঞ্জ উপজেলায় মহসিন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির অভিযোগে মামলা হয়। পরে ৬ ফেব্রুয়ারি জালালসহ ৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তার অন্য চার আসামিকে কারাগারে পাঠানো হলেও জালালকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ লাইনসের দুইজন কনস্টেবল পাহারায় ছিলেন।
শুক্রবার সকালে জালাল টয়লেটে যাওয়ার কথা বললে পুলিশ সদস্যরা শয্যার সঙ্গে লাগানো থাকা হ্যান্ডকাপ খুলে তাকে নিয়ে যান। পরে টয়লেট থেকে বের হওয়ার পর ওই আসামি দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্বরত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পুলিশ পালিয়ে যাওয়া জালালকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
জেএইচ